| |
               

মূল পাতা সারাদেশ জেলা মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ


মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ


খাগড়াছড়ি প্রতিনিধি     28 August, 2024     04:41 PM    


মহান আল্লাহ ও রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কটুক্তির প্রতিবাদে সুইডেন চাকমা ও ঋদ্দ চাকমার ফাঁসির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।

আজ বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর থেকে সর্বস্তরের তৌহিদী জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথক মিছিল বের করে।

সর্বস্তরের তৌহিদী জনতার খণ্ড খণ্ড মিছিল প্রধান প্রধান সড়ক হয়ে শাপলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ওসমান, খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, টার্মিনাল জামে মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, সদর থানা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার ও ছাত্রনেতা মুহাম্মাদ আলমগীর প্রমুখ।

সমাবেশে থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানান। প্রয়োজনে ব্লাসফেমী আইন বাস্তবায়ন করে আসামীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির চান তারা। অন্যথায় আগামী শুক্রবার (৩০আগস্ট) সমাবেশ থেকে কঠোর কর্মসূচির দেওয়ার ঘোষণা দেওয়া হয় ।

এদিকে ইসলামী আন্দোলনের মিছিলটি আদালত সড়ক হয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। আন্দোলনকারীদের বিক্ষোভে প্রায় আধঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জেলা প্রশাসক কার্যালয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, সেক্রেটার মাওলানা কাউসার আজিজী , খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, পার্বত্য নাগরিক পরিষদের নেতা মুহাম্মাদ আসাদুল্লাহ প্রমূখ।

এসময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ নজরুল ইসলাম আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের দাবী মেনে নেন।

তিনি বলেন, ধর্ম নিয়ে কটুক্তিকারী সুইডেন চাকমা এবং ঋদ্ধ চাকমার বিরুদ্ধে জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপারের সাথে কথা বলেছেন। আশাকরি আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। 

এর আগে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে কটুক্তি করেন পানছড়ি উপজেলার সুইডেন চাকমা। এর পর বিষয়টি ধর্মপ্রাণ মুসলিম জনতার মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভে ফুঁসে উঠতে শুরু করে। রাতে ঋদ্ধ চাকমা নামে আরেকটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে কটুক্তি করা হয়। এরপর জেলাব্যাপী আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর